ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কোটা সংস্কার আন্দোলন

দেশের স্থিতিশীলতা ও শিক্ষার পরিবেশ রক্ষায় বিএসপিইউএ`র আহবান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ২৭ জুলাই ২০২৪

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় সমবেদনা প্রকাশ এবং দেশের স্থিতিশীলতা ও শিক্ষার পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছে। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী অনেক শিক্ষার্থী, সাধারণ মানুষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্য প্রাণ হারিয়েছেন। এ ধরণের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অত্যন্ত মর্মাহত করেছে। 

কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন, বিএসপিইউএ তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং নিহতদের আত্মার
শান্তি কামনা করছে। দলমত নির্বিশেষে সকল হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিএসপিইউএ। 

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় এবং সমস্যা সমাধানে বিএসপিইউএ সবসময় তাদের পাশে থাকবে। যে কোনো পরিস্থিতিতে ছাত্র-শিক্ষক সুসম্পর্ক বজায় রাখতে
বিএসপিইউএ বদ্ধপরিকর। অন্যদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ বিভিন্ন নাশকতামূলক
কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করছে তাদের এহেন হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। 

বিএসপিইউএ আশা করে অচিরেই দেশব্যাপী শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। বর্তমান ক্রান্তিকাল
থেকে উত্তরণের জন্য সরকার, ইউজিসি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীসহ সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বিএসপিইউএ। 

কেআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি